“জান শেষ আর গান শেষ, তো একই কথা হইল রাজামশাই!”
“জান শেষ আর গান শেষ, তো একই কথা হইল রাজামশাই!” রাজামশাইয়েরা যে চিরকাল চিরসময়েই গান, কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ, অক্ষর এই সবকিছুকেই ভয় পেয়ে এসেছেন। কোথায়, কখন, কে’ই বা তাঁদের লজ্জাবিহীন নগ্নতার বিষয়ে সটান লিখে দেবে হঠাৎ, রাজামশাইদের তো চিন্তা সেই নিয়েই। নেহা যেমনটা নোটিশ পাবার পরেপরেই, এতটুকুও ভয় না পেয়ে নতুন একটি গান আপলোড করেছিলেন। যার কিনা প্রথম দুখানি পংক্তি ছিল, “ভিখ নাহি হক সরকার মাঙ্গিলা! / বেরোজগার-বানি সাহব রোজগার মাঙ্গিলা!”
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 01 March, 2023 | 534 | Tags : Neha Singh Rathore Folk Artist Bhojpuri Language Freedom of Speech